ডুবে যাওয়ার ১২ ঘ্ন্টা পর জীবিত শিশু উদ্ধার

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

images (3)সেতু থেকে পানিতে পড়ে যা্ওয়ার ১২ ঘন্টার পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের স্প্যানিশ ফর্ক শহরে এ ঘটনা ঘটে। এসময় ওই শিশুরা মায়ের লাশও উদ্ধার করা হয়।

আজ সোমবার এএফপির খবরে বলা হয়,  লিন জেনিফার গ্রোয়েসবেক (২৫) নামের এক নারী গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় এটি সেতু থেকে নিচে পানিতে পড়ে যায়।

গাড়িতে জেনিফারের শিশুকন্যাও ছিল। গাড়িটি উল্টে গিয়ে পানিতে ভাসছিল। দুর্ঘটনায় জেনিফার মারা যান। তবে তীব্র শীতে প্রায় ১২ ঘণ্টা কাটানোর পরও শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, একজন মাছ শিকারি জেনিফারের লাশ ও শিশুটিকে দেখতে পান। তিনি পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশুটির অবস্থা স্থিতিশীল, তবে সংকট পুরোপুরি কাটেনি।

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G