ডেনমার্ক-জার্মানি রেল যোগাযোগ স্থগিত

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

denmarkঅভিবাসন প্রত্যাশীদের চাপ ঠেকাতে জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ স্থগিত করেছে ডেনমার্ক। বুধবার দেশটির সীমান্তে কয়েক হাজার অভিবাসীকে থামিয়ে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ডেনমার্ক।

এদিকে, পায়ে হেঁটে আসা প্রায় ৩০০ আশ্রয়প্রার্থীর কারণে জার্মানি-ডেনমার্কের মধ্যে সংযুক্ত একটি সড়কপথও বন্ধ করে দিয়েছে ডেনিশ পুলিশ।

সীমান্ত শহর প্যাডবোর্গে থামিয়ে দেওয়া ‍‌এসব লোকের গন্তব্য সুইডেন ছিল বলে জানান তারা। ডেনিশ পুলিশ জানিয়েছে, দুইটি ট্রেনে করে আসা প্রায় ২০০ অভিবাসীর অনেকেই ট্রেন ছেড়ে যেতে রাজি নয়। কারণ কারা ডেনমার্কে নিবন্ধিত হতে আগ্রহী নয়।

ডেনমার্কের রেল কর্মকর্তার বলছে জার্মানি থেকে কোনও রেল আসছে না। পাসপোর্ট চেকের কারণে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। ডেনিশ পুলিশ বলছে,অভিবাসীরা ডেনমার্কে রেজিস্ট্রেশন করছে না। যে কারণে তাদের আটকানো হচ্ছে। সুইডেনে প্রবেশের আগে তাদের রেজিস্ট্রেশন করতে হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ শরণার্থী সংকটের পাশাপাশি অভিবাসন সংকটও মোকাবিলা করছে। অভিবাসীরা সুইডেন অভিমুখে যাত্রা শুরু করলে এ সংকট তৈরি হয়। ‘এমনিতেই আমাদের ওপর চাপ আছে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য। এর ওপর শরণার্থী সংকট এসে যোগ হয়েছে।‘ সূত্র: রয়টার্স।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G