ডেনিশ জল সীমায় বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন
প্রতিক্ষণের পাঠকদের জন্য ‘কোপেনহেগেন বাংলা বার্তা ডেনমার্ক’ এর ফেসবুক পাতা থেকে ডেনমার্কের একটি সংবাদ তুলে ধরা হল:
ডেনিশ জল সীমানায় বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন, ডেনিশ রাজনৈতিক অঙ্গনে শীতল হাওয়া!!
ডেনমার্কের সমুদ্র সীমানা দিয়ে পারমাণবিক বোমা সহ রাশিয়ান সাবমেরিনের উপস্থিতে ডেনিশ রাজনীতিবিদ সহ সাংবাদিকদের কিছু মন্তব্য এখানে তুলে ধরা হল-
– কিয়ামত আসন্ন ( রাশিয়ান সাবমেরিনের উপস্থিতি ডেনিশরা কেয়ামত হিসাবে অভিহিত করছেন যার কারণ হচ্ছে কোন না কোনভাবে একটা দুর্ঘটনা যদি সংগঠিত হয় তাহলে মানচিত্রে ডেনমার্কের আর কোন চিহ্ন খুঁজে পাওয়া যাবে না)
– ১৭২ মিটার দীর্ঘ “Dmitrij Donskoj” সাবমেরিনটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন। কোন কারণে একটা দুর্ঘটনা ঘটার অর্থ হচ্ছে নিমিষেই সব শেষ অর্থাৎ কেয়ামত!
– আমেরিকার বিশ্বস্ত মিত্র ডেনমার্ক মনে করছে সাম্প্রতিক সময়ে আমেরিকা-ডেনমার্কের সম্পর্ককে রাশিয়া ভাল চোখে দেখছে না এবং রাশিয়ান সাবমেরিনের উপস্থিতির মাধ্যমে ডেনিশ নীতিনির্ধারকদের প্রতি রাশিয়া থেকে একটা বাড়তি হুশিয়ারি।