ড্রেসিং রুমে গোপন ক্যামেরায় মন্ত্রী স্মৃতি ইরানি!
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: স্মৃতি ইরানি। ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী। শুরু থেকেই তার পিছে লেগে আছে বিতর্ক ও গুঞ্জন। আবারও তিনি আলোচনায় এলেন। তবে এবার তিনি গোপন ক্যামেরার শিকার হয়েছেন।
ভারতের গোয়া রাজ্যের কান্দোলিমে ফাবিন্দিয়া নামে জনপ্রিয় একটি পোশাকের দোকানের ড্রেসিং রুমে গোপন ক্যামেরা পেলেন কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
এরপর কালবিলম্ব না করে তিনি আইনের আশ্রয় নেন। গোয়ার বিধানসভার সদস্য বিজেপি নেতা মাইকেল লোবোকে বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেন লোবো।
শুক্রবার (৩ এপ্রিল) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
লবো জানান, গোপন ক্যামেরাটি ড্রেসিং রুমটির দিকে রাখা ছিল। এটি চোখে পড়াটাও সহজ ছিল না।
এ ঘটনায় স্মৃতি ইরানির একটি বিবৃতির প্রেক্ষিতে পোশাকের দোকান ফাবিন্দিয়ায় অনুসন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ।
প্রতিক্ষণ/এডি/এআই