ড্রোনে পণ্য সরবরাহ করবে গুগল!
প্রতিক্ষণ ডেস্ক
২০১৭ সাল থেকে ড্রোন বিমানের মাধ্যমে পণ্য সরবরাহ শুরুর পরিকল্পনা করেছে টেক জায়ান্ট গুগল।
‘প্রজেক্ট উইং’ নামের বিশেষ এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রকল্প প্রধান ডেভিড ভোস। তবে এ প্রকল্পে কী ধরণের ড্রোনের ব্যবহার কিংবা পণ্য সরবরাহ করা হবে তা জানানো হয়নি। তবে গুগলের ‘অ্যালফাবেট’ শাখা এই প্রকল্প নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।
২০১৪ সাল থেকে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করে গুগল। আর পরীক্ষামূলকভাবে ইতোমধ্যেই ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ শুরু করেছে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন ও আলিবাবা।
প্রতিক্ষণ/এডি/বিএ