ড. গণির গ্রামের বাড়িতে গায়েবানা জানাজা
গাইবান্ধা প্রতিনিধি
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী ড. আর এ গণির মৃত্যুতে তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরের বসনিয়াপাড়া গ্রামে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাদ আছর এ জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তিনি বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন ড. গণি।
সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই ড. আর গণি নিরলসভাবে দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন।
ছামসুল বলেন, তিনি শহীদ জিয়ার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ ও বহুদলীয় গণতন্ত্রকে দৃঢ়ভাবে বুকে ধারণ করতেন। যে কারনে তিনি মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আপোষহীনভাবে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। কখনই তিনি নীতি ও আদর্শ থেকে কিঞ্চিত পরিমানও বিচ্যুত হননি।
তার মৃত্যুতে সাদুল্যাপুর উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পারিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/ এল জেড