ড: সাব্রিনার নতুন আবিষ্কার

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

can-stock-photo_csp11670994ড: সাব্রিনা রশীদের তত্ত্বাবধানে এক উদ্ভাবনী প্রকল্পের আওতায় কিছু পোশাক কারখানায় মায়েদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বুকের দুধ তাজা রাখার নতুন যন্ত্র।

বাংলাদেশে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর চল বেশি হলেও কর্মজীবী মায়েদের জন্য এটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে দুপুরের খাওয়ার ছুটিতে যাদের কর্মস্থল থেকে বাসায় যাতায়াত অতটা সহজ নয়। কিন্তু বুকের দুধ খাওয়ানো তাড়াতাড়ি বন্ধ করে অন্য খাবার দিলে শিশুর স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে ।
খুব কম পরিবারেই যেহেতু ফ্রিজ রয়েছে, তাই কারখানার মধ্যেই যন্ত্রের সাহায্যে বুকের দুধকে উচ্চ তাপমাত্রায়- দ্রুত জীবাণুমুক্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে এই প্রকল্প। ক্যানাডীয় এক গবেষকের উদ্ভাবিত নতুন যন্ত্র বুকের দুধকে তাজা রাখবে অনেকক্ষণ।
এই যন্ত্র এমনভাবে তৈরি যা চালাতে খরচ পড়ে খুবই কম এবং কারখানার পরিবেশে এটা ব্যবহার করাও সহজ।
পরীক্ষা সফল হলে অন্য শিল্প কারখানায়ও এর ব্যবহার ছড়িয়ে দেওয়া হবে এবং এর ফলে লক্ষ লক্ষ শিশু মায়ের দুধ থেকে সুস্বাস্থ্য ও পুষ্টি পেয়ে বড় হবার সুযোগ পাবে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G