ঢাকার বাড়িওয়ালাদের বিরুদ্ধে মামলা
প্রতিক্ষন ডেস্ক
অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রমকে আরো বেগবান করার উদ্দেশ্যে নতুন পদক্ষেপের ঘোষণা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাজধানীর যে সমস্ত বাসা বাড়ির ছাদে এখনো বাণিজ্যিক বিলবোর্ড ঝুলছে দুই এক দিনের মধ্যে সেগুলো সরিয়ে না নিলে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনার সময় এ কথা বলেন, উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন বিপন কুমার সাহা। গতরাত এগারটার দিকে গুলশান দুই নাম্বার থেকে অবৈধ বিলবোর্ড অপসারণের কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
প্রায় অর্ধশতাধিক বিলবোর্ড অপসারণ করেন তারা। এসময় বিপন কুমার বলেন, আগামী ৩১শে ডিসেম্বরের আগে ঢাকা শহরকে বিলবোর্ডমুক্ত করা হবে।
প্রতিক্ষণ/এডি/বিএ