ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলায় রবিবার রাতে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইচ্যুত বগি দুটি উদ্ধারের পর আজ সোমবার সকাল নয়টায় ট্রেন চলাচল আবার শুরু হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরেফিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৬টার দিকে আড়িখোলা স্টেশনের আগে নলছাটা এলাকায় কন্টেইনারবাহী ওই ট্রেনটির মাঝখানের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ ঘটনায় ভৈরবের আশপাশের স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল এবং টঙ্গী স্টেশনে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
প্রতিক্ষণ/এডি/রাজন