ঢাকায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম
সব কিছু ঠিক থাকলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর। তার সঙ্গে আসছেন মন্ত্রী, সাংসদ, অভিনেতা, কবি, ব্যবসায়ীসহ ৩৩ জন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিস্তা ও ছিটমহল নিয়ে ভিন্নমত থেকে মমতা সফর বাতিল করেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তার সফরসঙ্গীদের মধ্যে সরকারি কর্মকর্তা ছাড়াও থাকছেন রাজ্যের ২ মন্ত্রী, অভিনেতা, সাংসদ, কবি ও ব্যবসায়ী এবং ২০ সাংবাদিক।
আমন্ত্রণ পেলেও শারীরিক কারণে আসছেন না সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী কবির সুমন।
মমতার সঙ্গে আসছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম, পর্যটনমন্ত্রী নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সাংসদ ও মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন, টলিউডের অভিনেতা সাংসদ দেব, গায়ক ইন্দ্রনীল সেন, প্রযোজক শ্রীকান্ত মোহতা, কবি সুবোধ সরকার, শিল্পপতি হর্ষ নেওটিয়া প্রমুখ।
মমতার সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে কলকাতার সংবাদমাধ্যম। তাই টাইমস গ্রুপের বাংলা দৈনিক এই সময়ের সম্পাদক সুমন চট্টোপাধ্যায়সহ আসছেন ২০ সাংবাদিক।
প্রতিক্ষণ/এডি/রাতুল