ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশঃ মে ২৯, ২০১৭ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

প্রতীকী ছবি

উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে রাজধানীতে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোরা ঢাকায় আঘাত না হানলেও এর প্রভাবে ঢাকায় পাঁচ-ছয়দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বেশ কয়েকদিনের টানা গরমে ঝড়টি প্রথমে ন্ম্নিচাপে রূপ নিলেও এখন সেটি ঘনীভূত হয়ে ঝড়ে রূপ নিয়েছে।’

এই বৃষ্টি কখন শুরু হবে- জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, ‘আজ রাত বা আগামীকাল সকাল থেকেই ঢাকার আবহাওয়ার চিত্র বদলে যাবে। যেহেতু এটি চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত হানবে সেহেতু এর প্রভাবে ঢাকা ছাড়াও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

মঙ্গলবার অপ্রয়োজনে বাসার বাইরে যেতে বারণ করেছেন আবহাওয়া কর্মকর্তারা। তিনি বলেন, ‘আগামীকাল ঝড়ের সাথে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। যার ফলে গাছের ডাল, বৈদ্যুতিক তার ছিটকে গায়ের উপর পড়তে পারে।’

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে।

বৃষ্টির কারণে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ। তবে জুনের শেষ দিকে রাজধানীর উপর দিয়ে দুইটি তাপদাহ বয়ে যেতে পারে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G