ঢাকা-চট্টগ্রামে সূচকে নিম্নগতি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

dse_1_136765099দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ ফেব্রুয়ারি) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইফাদ অটোস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন, জিএসপি ফিন্যান্স, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, ন্যাশনাল পলিমার ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬১ কোটি ৪৬ লাখ টাকা।

চট্টগ্রাম: অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১১ হাজার ৭১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।লেনদেন হয় মোট ১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ৮৮ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G