ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সচল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় লাইনচ্যুত বগি উদ্ধার করার পর ঢাকা-চট্টগ্রাম রেল লাইন প্রায় ১১ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে আবার চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মুরাদ হোসেন। তবে মাত্র একটি লাইন দিয়ে চলছে ট্রেন।
এর আগে সোমবার ভোর ৪টার দিকে বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পেন্ডল ক্লিপ খুলে নেয়ায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনচালকসহ দুইজন আহত হন। বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
প্রতিক্ষণ/এডি/রায়হান