ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির যানজট
জেলা প্রতিবেদক
বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৫০কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় থেমে থেমে চলছে গাড়ি। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বৃদ্ধি আর অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে এ মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে।
এদিকে, পুলিশ প্রশাসনের তেমন নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। তবে যানজট নিরসনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ দাবি করেছেন।
সরজমিনে দেখা যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল ধীরগতিতে থাকলেও ঢাকাগামী যান চলাচল একেবারেই থমকে রয়েছে। কোথাও গরু ভর্তি ট্রাক বিকল হয়ে পড়ে রয়েছে। আবার কোথাও দাঁড়িয়ে চালক ঘুমাচ্ছেন।
যানজটের বিষয়ে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়া এলাকায় এলোপাথারিভাবে যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর