ঢাকা ডমিনেটরসের জার্সি শো-ডাউন

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা ডমিনেটরস বিপিএলের সেরা দল গুলোর মাঝে অন্যতম। তা স্বত্তেও দলের অনুষ্ঠানিকতা বলতে যা বোঝায় তা হয়নি।

বড় কোন আয়োজন না থাকলেও কাল বিপিএল মাঠে গড়ানোর আগে আজ জার্সি শো ডাউন দিয়ে মিডিয়ার সামনে হাজির হয় ঢাকার টিম ম্যানেজমেন্ট আর দলে সদস্যরা।

রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার অধিনায়ক নাসির হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার সহ টিম ম্যানেজার সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি সহ পুরো দলই এক মঞ্চ উঠে এলো।

ঢাকাইয়া পোলা- টাইটেল পেলেন তাসকিন। এর সাথে ঢাকাইয়া পোলার থিম সং ছিল দুর্দান্ত। এই গানটি বাজিয়ে মঞ্চে ঢাকার নতুন জার্সি উন্মোচন করলেন নাসির, তাসকিন সহ সকলে।

৭ জানুয়ারী ঢাকা প্রথম ম্যাচে মাঠে নামবে।

উল্লেখ্য, বিপিএলে ঢাকার প্রধান স্পন্সর হয়েছে রুপা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G