ঢাবিতে ককটেল বিস্ফোরণে আহত ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম  

koktel-58521566-4ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে দু’টি ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সুইমিংপুল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরণে রিকশা চালক ও আরোহী এবং শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে ককটেল বিস্ফোরণে চা বিক্রেতা আহত হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাবির সুইমিংপুল সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, রিকশাচালক মিনজু (৫০) ও তার রিকশার আরোহী নূর আমিন (৩২)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ককটেলের স্প্লিন্টারে তাদের পা গুরুতর জখম হয়।

নূর আমিন প্রতিক্ষণকে জানান, সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে মিনজু নামে ওই চালকের রিকশাযোগে কামরাঙ্গীরচরে নিজ বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি ঢাবির সুইমিংপুল সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। ককটেলের স্প্লিন্টারে আঘাতে তারা (চালক-আরোহী) উভয়ই জখম হন বলেও জানান তিনি।

এদিকে শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে ককটেল বিস্ফোরণে চা বিক্রেতা মো. সোহেল (২০) আহত হয়েছেন। সন্ধ্যা সোয়া ৭টায় ঘটা এ ককটেল বিস্ফোরণে আহত হলে তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G