ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি আপিল খারিজ

প্রথম প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

DU2ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সে আবেদনটি আপিল বিভাগেও খারিজ হয়ে গেছে। ফলে এখন থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এ এফ এম মেসবাহ উদ্দিন।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন একটি সিদ্ধান্তের পর তার বিরোধীতা করে ওই রিটটি দায়ের করা হয়।  শিক্ষার্থীর অভিভাবকসহ মোট ২৬ জন মিলে ওই রিটটি দায়ের করেন উচ্চ আদালতে। পরে গত ৮ জুলাই হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দেন।

রায়ের পর মেসবাহ উদ্দিন বলেন, ২০০৯ সাল থেকে দেখে আসছি, দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার কারণে অনেক আসন শূন্য থাকে। এটি জাতীয় ক্ষতি। রুল খারিজের ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। সুব্রত চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা রিট আবেদনকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G