ঢাবিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি

প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

police hataঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে আজ দুপুরে। এ ঘটনার পর শিশু একাডেমির সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তারা সেখানে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে গারো তরুণীকে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজেং ছাত্র সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে শিক্ষাভবনে যাওয়ার পথে পুলিশ দুটি ব্যারিকেড বসায়।

পরে বিক্ষোভকারীরা শিশু একাডেমির সামনে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ বাঁধা দেয় এবং এর পরেই হাতাহাতি শুরু হয়।

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ৩-৪জন হাতে থাকা ফেস্টুন দিয়ে আঘাত করলে পুলিশের কয়েকজন সদস্যের আঙ্গুল ফেটে যায়। তবে পুলিশের পক্ষ থেকে পাল্টা অ্যাকশন নেয়া হয়নি।

পুলিশের বাধায় বিক্ষোভকারীরা সামনে এগুতে না পেরে শিশু একাডেমীর সামনে বসে পড়েন এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করতে থাকেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G