ঢাবিতে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

du

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আজ তাদের নিজ ক্যাম্পাসে মানববন্ধন করে। ঢাবির সাবেক শিক্ষার্থী (তৃতীয় ব্যাচ) এবং এটিএন নিউজের অপরাধ বিষয়ক প্রতিবেদক সাব্বির আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ মানববন্ধন করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীসহ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরি, কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ বলছে ছিনতাইয়ের কারণে তার ওপর হামলা হয়েছে। কিন্ত এটি কোন ছিনতাইয়ের ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হামলা।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সাব্বিরের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G