ঢাবির হল থেকে ১৩৫ ক্যান বিয়ারসহ আটক ১

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

download (1)ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে বিপুল মদ ও বিয়ারসহ তিন জনকে আটক করে পুলিশ। তবে এর মধ্যে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় দু’জনকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ এ অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

পুলিশ, প্রক্টর এবং হলের শিক্ষার্থী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ গতকাল রাত ১০টার দিকে ফজলুল হক মুসলিম হলে অভিযান চালায়। একপর্যায়ে তারা ৩১১ ও ২০৯ নম্বর রুম থেকে তিন কার্টন বিয়ার এবং দুই বোতল খালি ও এক বোতল ভর্তি মদসহ রাশেদ, বাশার ও টুটুল নামে তিন ছাত্রকে আটক করে। তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার সময় হলের প্রায় দেড় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী হ্যান্ডকাপসহ বাশার ও টুটুলকে ছিনিয়ে নেয়।

পরে পুলিশ রাশেদকে থানায় নিয়ে যায়। তিন কার্টনের বিয়ার গুণে তার সংখ্যা প্রায় ১৩৫ ক্যান বলে পরে পুলিশ সাংবাদিকদেরকে জানিয়েছেন।

তবে ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নয়া দিগন্তকে বলেন, ছাত্রলীগ কাউকে ছিনিয়ে নেয়নি। বরং পুলিশকে মাদক উদ্ধারে সহযোগিতা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ নয়া দিগন্তকে বলেন, দুটি রুম থেকে বেশ কিছু বিয়ারসহ একজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন পালিয়ে গেছে।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম মাদক উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, যে আটক হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা হবে। যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে তিনটি মামলা হবে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G