ঢামেকে ভর্তি বাবর

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

baborফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢামেকে আনা হয় বিএনপির এই নেতাকে। তাকে বহির্বিভাগের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গত সোমবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে বাবরকে কাশিমপুর কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, লুৎফুজ্জামান বাবর সিভিয়ার এজমা ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।

হাসপাতালের চার সদস্যের মেডিক্যাল বোর্ড বাবরের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G