ঢাকা ও খুলনায় দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

হরতালবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে।

ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার এ হরতালের ডাক দেয় বিএনপি।

এদিকে একই জোটের ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ঢাকাসহ খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের নামানো হয়েছে।

প্রসঙ্গত, নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে ২০ দলীয় জোট।

অবেরাধের পাশাপাশি এ হরতাল কর্মসূচি পালনে সবার প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

প্রতিক্ষণ/এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G