তন্ময়কে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড
অপহরণ করে সাত বছরের শিশু তন্ময় কে হত্যার দায়ে জহিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সানজিদা ইসলাম বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা জরিমানা করেন।
এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।
২০১২ সালের ২৬ মার্চ রাজধানী মিরপুর থেকে শিশু তন্ময়কে অপহরণ করে তার বাসার ভাড়াটিয়া জহিরুল। অপহরণের পর তন্ময়ের বাবা হজরত আলীর কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জহিরুল। পরে মুক্তিপণ না দিলে তন্ময়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
অপহরণের পর তন্ময়ের বাবা ঘটনাটি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোন নজরদারির মাধ্যমে জহিরুলকে সনাক্ত করে তাকে আটক করে। পরে তার বাসা থেকেই পলিথিনে মোড়ানো তন্ময়ের গলিত লাশ উদ্ধার করা হয়।
এরপর বাবা হজরত আলী দারুসসালাম থানায় অপহরণ মামলা দায়ের করেন।