তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা
নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে চট্টগ্রামের নগরবাসী এবং তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা । একই সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় বেড়েছে নগর জীবনের দুর্ভোগ।
দেখা গেছে, হামজারবাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকা, কাঁচারাস্তার মাথা ও পতেঙ্গার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়েছে সরকারি-বেসরকারি অফিসেও।
বাসা-বাড়িতেও কোমর সমান পানি। পানির কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুুষ ভ্যানগাড়ি ও হেঁটে গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়েছে।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা জাহেদুল ইসলাম জানান, বাসায় পানি না উঠলেও সড়কে হাঁটু সমান পানি। বাজারে যাওয়ার জন্য রিকশা খুঁজছি তাও পাচ্ছি না।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১১৩ দশমিক শূন্য ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল