তাইওয়ানে বিধ্বস্ত ভবনে আটকে আছে শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের তাইনান শহরে ভূমিকম্পে ধসে যাওয়া ১৭ তলা ভবনে এখনো ১৩২ জন মানুষ আটকে আছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গতকাল শনিবার ভোররাতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। ভবনে ২৫৬ জন লোক বসবাস করতেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ভবন থেকে জীবিত অবস্থায় শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে।
বিধ্বস্ত ঐ বহুতল ভবনে এখনও উদ্ধারকাজ চলছে। ভবনটির ধ্বংসস্তূপে আটকে পড়া মাত্র ২৯ জনের কাছে পৌঁছানো সম্ভব। ভবনে আটকেপড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবীদের যৌথ অভিযান চলছে।
তাইনান শহরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সোনালি ড্রাগন’ নামে ঐ ভবনে ৩০ জন বাদে বাকি সবাই ধ্বংসস্তূপের গভীরে চলে গেছে।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে।
প্রতিক্ষণ/এডি/এফটি