তাজুলসহ ৬ জামায়েত নেতার বিষয়ে আদেশ ৪ মে
নিজস্ব প্রতিবেদক
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের পর তাজুল ইসলামের বিরূপ মন্তব্য ও রায়ের বিরুদ্ধে হরতাল আহবানে জামায়াত-শিবিরের পাঁচ নেতার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য আগামী ৪ মে পুনরায় দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
অ্যাডভোকেট তাজুল ইসলাম ছাড়া জামায়াতের পাঁচ নেতা হলেন- ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, শিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের জন্য এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে অভিযুক্তদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মোহাম্মাদ মনির ও আইনজীবী তাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।
এর আগে গত ১৫ এপ্রিল উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য সোমবার (২০ এপ্রিল) দিন নির্ধারণ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রতিক্ষণ/এডি/নুর