তামাক চাষে ঝুঁকছেন কৃষকেরা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক কোম্পানিগুলোর লোভনীয় সুযোগ সুবিধা এবং অধিক মুনাফা অর্জনের জন্য মানিকগঞ্জের জেলার কৃষকেরা তামাক চাষে ঝুঁকে পড়ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। যা গত বছরের দ্বিগুণ।
তবে কৃষি বিভাগের হিসেবের বাইরেও অনেক কৃষক তামাক চাষে জড়িত আছে বলে জানা গেছে।
এ দিকে, মানিকগঞ্জ বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠেছে বেশ কয়েকটি সিগারেট কোম্পানি। এসব সিগারেট কোম্পানি তামাক চাষের জন্য কৃষকদের সার, বীজ, নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করছেন।
জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, তামাক প্রক্রিয়াজাতকরণে জড়িতরা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এ ছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অ্যাজমাসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি