তামিলনাড়ুতে বন্যায় ১৮৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ুতে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। বন্যায় এ পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী জয়ললিতা পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন।
সবচেয়ে খারাপ অবস্থা রাজ্যে রেল ও বিমান পরিসেবায়। অতিরিক্ত বৃষ্টির কারণে ডুবেছে চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাই ঘুরিয়ে অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয়েছেন বিমানচালক। বিমান পরিসেবা চালু হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই দিনভর আটকে ছিলেন প্রায় ৪০০ যাত্রী।
বিমানবন্দর ছাড়াও রেললাইনে পানি জমায় এ পর্যন্ত ১৩টি ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। চেন্নাই শহরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি প্রবেশ করেছে বাড়িঘরেও। এ ছাড়া তলিয়ে গেছে চেন্নাই চিড়িয়াখানা। রাস্তা ও বাড়িঘরে পানি জমার কারণে অনেকেই আটকে পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীসহ উদ্ধারকারী সংস্থাগুলো। এগিয়ে আসছেন সাধারণ মানুষও।
আটকে পড়া লোকদের আশ্রয়ের জন্য অনেক শপিংমলই দিনরাত খোলা রাখা হচ্ছে। চেন্নাইয়ে এ বৃষ্টিপাত আরও চার দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তামিলনাড়ুতে বৃষ্টিপাতের মাত্রা গত ১০০ বছরের মধ্যে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলেও খবরে বলা হয়েছে।
প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। এক মাসে চেন্নাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত তিন মাসে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাত ভেঙে দিয়েছে এক শতকের বৃষ্টির রেকর্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
প্রতিক্ষণ/এডি/এফটি