তারেকের বিরুদ্ধে সমন জারির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে বহুল প্রচারিত দুইটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে।
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে থাকা অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ৩ জানুয়ারি অর্থপাচার মামলার আপিলের শুনানির দিন ধার্য করতে আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য করে তারেক রহমানকে আদালতে হাজির করতে সমন জারির আদেশ দেন হাইকোর্ট।
প্রতিক্ষণ/এডি/এফটি