তালেবানদের দখলে সানগিন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিন শহর প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তালেবানরা। এই শহরের একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে বলে জানা গেছে।
বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দপ্তর দখল করে নেয় তালেবানরা। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
সানগিনে ব্যারাকে থাকা পুলিশ অফিসার আশুকুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, ‘পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি।’
সেখানকার সব রাস্তা-ঘাটের নিয়ন্ত্রণও এখন তালেবানদের হাতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে, আফগান সরকার বলেছে, সানগিনে তালেবান বিরোধী লড়াই চলছে।
প্রতিক্ষণ/এডি/জেবিএম