তিউনিসিয়ার জাদুঘরে হামলায় নিহত ১৯
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
তিউনিসিয়ার জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ১৭ জন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানী তিউনিসের জাতীয় বারদো জাদুঘরে এ হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো কমপক্ষে ৫০ জন।
প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ইতালি, স্পেন, পোল্যান্ড এবং জার্মানির নাগরিক রয়েছেন।
এছাড়া একজন তিউনিস ও একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর বন্দুকধারীদের সধ্যে দু’জনকে হত্যা করেছে। বাকিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চলছে।হামলার সময় পার্শ্ববর্তী পার্লামেন্ট ভবনে সন্ত্রাস বিরোধী আইন নিয়ে আলোচনা চলছিল। ঘটনার পরপরই পার্লামেন্ট খালি করে দেয়া হয়েছে।
বারদো হচ্ছে তিউনিসিয়ার সর্ববৃহৎ জাদুঘর। এটি আসলে ১৫ শতকের একটি রাজপ্রাসাদ। এখানে রয়েছে ৮ হাজার শিল্পকর্ম। এর মধ্যে রোমান মোজাইক শিল্পের সবচেয়ে বড় সংগ্রহগুলোর একটি এখানে রয়েছে। এর মধ্যে অনেকগুলো ৪০ হাজার বছরের পুরনো। ২০০৯ সালে জাদুঘরটি আরো বর্ধিত করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রেজাউল