তিনি এখন বিকারগ্রস্ত হয়ে গেছেন- হানিফ
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান ভূতের মুখে রাম নাম-এর মত। আসলে তিনি এখন বিকারগ্রস্ত হয়ে গেছেন। কখন, কোথায় ও কী বললে জনগণের আস্থা পাবেন- সেটিও এখন তার বোধগম্যে নেই।’
তিনি বলেন, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, আবার উনি গরীব অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। এটা ভূতের মুখে রাম নামের মতো অবস্থা।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এ সব কথা বলেন হানিফ।আগামী ২৩ জুন বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, তার এ ধরনের বক্তব্য শুনে খুব অবাক হয়েছি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন-হঠাৎ করে ভূতের রাম নাম?
আওয়ামী লীগের এই নেতা বলেন, গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। গুপ্তহত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি,প্রধানমন্ত্রী বলছেন-অতীতের সব সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে দমন করা হয়েছে, সেভাবে পেট্রোলবোমা-আগুন সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই-শেখ হাসিনার নেতৃত্বে এই গুপ্তহত্যাও বন্ধ করতে সক্ষম হবো।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/আরএম