তিন আইনজীবী রিমান্ডে

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

tin ainjibiজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা,  অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অর্থ জোগানোর অভিযোগে সুপ্রিম কোর্ট ৩ দিনের রিমান্ড দিয়েছেন। সন্ত্রাসবিরোধী মামলায় তাদের এ রিমান্ড দেওয়া হয়।

শুনানি শেষে হাটহাজারির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই তিন আইনজীবী।

সংবাদ সম্মেলনে র‍্যাব ৭-এর পরিচালক কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে যারা বিভিন্ন অর্থ কোথায়, কীভাবে লেনদেন হচ্ছে এ বিষয়টিকে নিয়ে কাজ করে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত করে আদালতের নির্দেশনা নিয়ে অর্থ জোগানদাতাদের চিহ্নিত করা হয়েছে। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের জন্য এক কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যারিস্টার ফারজানা শাকিল ৫২ লাখ টাকা এবং অন্য দুই আইনজীবী ৫৬ লাখ টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদি নামে এক ব্যক্তিও জড়িত থাকার বিষয় জানতে পেরেছেন বলে দাবি করেন র‍্যাব পরিচালক।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G