তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
পুঁজি বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে । কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএসই সুত্রে জানা যায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।গতকাল কোম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ। বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.২০ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭.৫১ টাকা।
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বেলা ১১টায়, কেআইভি কমপ্লেক্স, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.১৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৩.৮৮ টাকা।
পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ সকাল ৯টায়, পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর-১৪, ঢাকায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৫৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৫.১৪ টাকা।
প্রতিক্ষণ/এডি/জামান
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম: