তিন খুনের ঘটনায় আটক আরো ২ জন

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

atokরাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।  এই ঘটনায় জড়িত সন্দেহে আরো দু’জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  রোববার গভীর রাতে বাড্ডা এবং ভাটারা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

একজনকে বাড্ডা এলাকা থেকে, আরেকজনকে ভাটারা এলাকা থেকে আটক করে ডিবি পুলিশের উত্তর বিভাগ।  প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মধ্য বাড্ডার আদর্শনগরে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সোহেল ওরফে গামা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুদ্দিন মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফিরোজ আহমেদ মানিক নিহত হন।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G