তিন মাসের জামিনে মুক্তি শফিক রেহমানের
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে শফিক রেহমানকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের অন্য সদস্যরা লাল গোলাপ দিয়ে শফিক রেহমানকে স্বাগত জানান। জামিন শেষে চিকিৎসার জন্য স্বজনরা তাঁকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গ্রেপ্তার হন সাংবাদিক শফিক রেহমান। গত ৩১ আগস্ট তাঁকে তিন মাসের জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। ২৭ এপ্রিল তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ
========