তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্তাধীন মামলায় কক্সবাজারের তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন- কক্সবাজার জেলার সালামত উল্লাহ খান, জাকারিয়া ও রশিদ মিঞা।

রোববার এক আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এরআগে তদন্ত চলা এসব আসামিদের গ্রেপ্তার চেয়ে আদালতে শুনানি করেন প্রসিকিউটর তাপস কান্তি বল। পরে ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

এরআগে গত ২২ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান এবং রাজাকার সদস্য মো. আজহারুল ইসলাম ও মো. হাফিজুদ্দিনের বিরুদ্ধে মনবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G