তিন সাংবাদিক গ্রেফতার প্যারিসে ড্রোন উড়িয়ে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৩:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

drone-parisপ্যারিসের আকাশে অনুমতি ছাড়া  ড্রোন উড়ানোর দায়ে গ্রেফতার হয়েছেন আল-জাজিরার তিন সাংবাদিক। তাদের ড্রোন টানা দুইরাত ধরে প্যারিসের আইফেল টাওয়ারসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনার উপর দিয়ে উড়ে গিয়েছিল।

প্যারিসের আকাশে ড্রোনটি চিহ্নিত করার পর গত বুধবার বিকেলে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের একজন মুখপাত্র জানান, তাদের এই ড্রোন উড়ানোর পেছনে কোন কারণ আছে কিনা, সেটি এখনও জানা যায়নি। তবে আল-জাজিরা জানিয়েছে, তারা ড্রোন নিয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য কাজটি করেছে।

প্রতিবেদন তৈরির জন্য ড্রোনটি ব্যবহার করা হয়েছিল, এই বিষয়ে জানানোর পর ঐ মুখপাত্র জানান, “এই বিষয়ে আরও তথ্য পাওয়ার পর আমরা আপনাদের জানাবো।”

জানা গেছে, প্যারিসে মার্কিন দূতাবাস, একটি রেল স্টেশন, প্যারিস অপেরা এবং ইফেল টাওয়ারসহ আরও বেশ কিছু স্থাপনার উপর দিয়ে চক্কর দিয়েছিল এই রহস্যজনক ড্রোন।

অনুমতি ছাড়া দূরনিয়ন্ত্রিত বিমান উড্ডয়ন করানোর জন্য ফ্রান্সের আইনে সর্বোচ্চ এক বছরের জেল কিংবা ৭৫ হাজার ইউরো জরিমানা হতে পারে এই তিন সাংবাদিকের।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G