তুরস্কের শীর্ষস্থানীয় পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে

প্রকাশঃ মার্চ ৫, ২০১৬ সময়ঃ ৯:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

zaman picতুরস্কের শীর্ষস্থানীয় পত্রিকা ‘যামান’- এর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির পক্ষ থেকে অনুরোধ করার পর আদালতের আদেশে সরকার এর নিয়ন্ত্রণ নেয়।

আদালত পত্রিকাটিতে সরকারি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ সেখানে তল্লাশি চালায়। এ সময় পত্রিকাটির নিয়ন্ত্রণ গ্রহণের প্রতিবাদে সমবেত মানুষ স্বাধীন ও মুক্ত গণমাধ্যম টিকিয়ে রাখতে এবং যামান পত্রিকাকে দখল না করার দাবিতে স্লোগান দেয়। তখন তারা পত্রিকাটির সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এ সময় সমবেত লোকজনের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় পত্রিকার প্রধান সম্পাদক আবদুল হামিদ বিলিসি বলেন, আদালতের এ সিদ্ধান্ত তুরস্কের গণতন্ত্রের জন্য কালো দিবস হিসেবে চিহ্নিত হবে।

এদিকে, সংবাদমাধ্যমের ওপর তুরস্কের এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। যামানকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এর ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

পত্রিকাটি বন্ধের নির্দেশ দিয়ে তুর্কি আদালত বলেছে, যামানের নিজস্ব ব্যবস্থাপনা কমিটির পরিবর্তে সরকার নিযুক্ত একটি ট্রাস্টি বোর্ড এর দায়িত্বভার গ্রহণ করবে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G