তুরস্কে অভ্যুত্থান-চেষ্টাকারীদের মৃত্যুদণ্ডের সম্ভাবনা

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

photo-1468726697

তুরস্কে অভ্যুত্থান-চেষ্টাকারী সেনাসদস্যদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না সে বিষয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা হতে পারে। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঐ সমাবেশে কিছু সমর্থক অভ্যুত্থান-চেষ্টাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তোলেন। জবাবে হাস্যোজ্জ্বল ও অনেকটা নির্ভার এরদোয়ান তাঁদের এ বিষয়ে আশ্বস্ত করেন। এরদোয়ান বলেন, সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক আলেম ফেতুল্লাহ গুলেনের (যাকে অভ্যুত্থানের উসকানিদাতা মনে করা হয়) দিকে ইঙ্গিত করে এরদোয়ান আরো বলেন, ‘সেনাবাহিনী আমাদের…। আমি প্রধান কমান্ডার।’

শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান-চেষ্টা শুরু হয়। তুরস্কে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে অভ্যুত্থান-চেষ্টার কথা প্রথম জানান দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম। ওই সময় তিনি বলেন, ‘শৃঙ্খলা ভেঙে কিছু লোক অবৈধ পদক্ষেপ নিয়েছে। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে, তাদের চড়া মূল্য দিতে হবে।’

অভ্যুত্থান-চেষ্টাকালে ২৬৫ জন নিহত হন এবং আহত হয়েছেন ১ হাজার ৪৪০ জন।। অভ্যুত্থান-চেষ্টায় জড়িত সন্দেহে তিন হাজারের মতো সেনাকে আটক করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G