তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের দক্ষিণ-পূর্বের দিয়ারবাকির প্রদেশে পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
বুধবার রাতে দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় এ ঘটনা ঘটে।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দিয়ারবাকির প্রদেশের সিনার জেলার পুলিশ সদর দপ্তরের প্রবেশপথে এ বোমা হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। এতে আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারিভাবে এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, দিয়ারবাকির প্রদেশে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর সঙ্গে পিকেকে সদস্যদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিয়ারবাকির ও সংলগ্ন কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করে সরকার। গত জুলাই মাসে সরকারি বাহিনী ও পিকেকের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপরই তুরস্ক সরকার ইরাক সীমান্তসংলগ্ন পিকেকের ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়।
প্রতিক্ষণ/এডি/এফটি