তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা, নিহত ৩০
প্রতিক্ষণ ডেস্ক:
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ শহরে বিয়ের অনুষ্ঠানে বোমাহামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯৪ জন।
গাজিয়ানটেপ সিরিয়ার সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় বলে ধারণা করা হয়।
তুরস্কের সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণণা করেছে। তা্রা ধারণা করছে, এটি একটি আত্মঘাতী বোমাহামলা। আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে।
তবে এখন পর্যন্ত আইএস বা অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক বলেছেন, ‘এ হামলা বর্বরোচিত। আল্লাহর রহমতে আমরা এ ঘটনা মোকাবিলা করতে পারব।’
গাজিয়ানটেপ শহরে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাস করেন। হামলার সময় পুরো শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গাজিয়ানটেপ থেকে বিবিসির সংবাদদাতা সেরিফ ইসলার বলেন, তুরস্কে বিয়ের অনুষ্ঠানকে অনেক পবিত্র ও সুখের মুহুর্ত হিসেবে বিবেবচনা করা হয়। এ সময় এ ধরনের হামলার ঘটনা দেশটির জনগণকে আতঙ্কগ্রস্ত করেছে।
এ হামলাকে আইএসের ‘প্রতিশোধ’ হিসেবে মনে করা হচ্ছে। সম্প্রতি সিরিয়ার মেনজিব শহর থেকে গোষ্ঠীটিকে হটিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা এ হামলা চালিয়ে থাকতে পারে।
গত এক বছর ধরে তুরস্কে আইএস একাধিক হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমানবন্দরে হামলায় গোষ্ঠীটি ৪০ জনকে হত্যা করে। সূত্র : বিবিসি।
প্রতিক্ষণ/এডি/একে
=====