তুরস্কে ১৫,২০০ শিক্ষা কর্মকর্তা বরখাস্ত
প্রতিক্ষন ডেস্কঃ
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়েই সন্দেহ আর অবিশ্বাস বাড়ছে। সবশেষ তুরস্কের নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে সমর্থন দেয়ার অজুহাতে ১৫ হাজার ২০০ জন শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, তুরস্কের উচ্চ শিক্ষা বোর্ড দেড় হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গুলেনের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।
তবে এই তালিকায় কারা আছেন তা বলা হয়নি। ব্যর্থ অভ্যুত্থানের পর এরই মধ্যে শতাধিক জেনারেল ও অ্যাডমিরালকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রায় সাড়ে সাত হাজার কর্মকর্তাকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিচারকসহ শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
গত ১৪ জুলাই তুরস্কের ক্ষমতা দখলের চেষ্টা করে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। সেনাবাহিনীর ওই দলটি অভ্যুত্থান ঘটিয়ে দেশের ক্ষমতা দখলের দাবিও করেছিল।
কিন্তু দেশটির জনগণ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে সেনাসদস্যদের অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গোপন স্থান থেকে মোবাইল অ্যাপের সাহায্যে দেওয়া বার্তায় সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন জনগণকে।
এরপর দেশটির জনগণ সেনাসদস্যদের পিটিয়ে পুলিশে তুলে দেয়। সেনাদের ট্যাংক দখলে নিয়ে তার মাথায় দেশের পতাকা লাগিয়ে উল্লাস করে জনতা।
প্রসঙ্গত, এরদোয়ান সরকারকে উৎখাত করতে গত শুক্রবার রাতে ট্যাংক-সাঁজোয়া যান ও জঙ্গি বিমান নিয়ে ব্যারাক থেকে বেরিয়ে পড়ে দেশটির সেনাবাহিনীর একাংশ। তবে সকাল নাগাদ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আসে। এই সময়ে সংঘর্ষে ১০৪ সেনাসদস্যসহ ২৬৫ জন নিহত হন।
প্রতিক্ষন/এডি/আরএম