তুরস্কে ৪ হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত
গত বছর ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে আরও প্রায় চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। একটি নির্বাহী আদেশে শনিবার এ আদেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিচারক, মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিমান বাহিনীর সদস্য।
পৃথক একটি আদেশে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে।
এদিকে, শনিবার সকালে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে নির্বাসিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আরও এক হাজার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
গত বছরের ঐ ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে ফেতুল্লা গুলেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন।
খবর বিবিসির।
প্রতিক্ষণ/এডি/সাই