ভারতের চিকিৎসা চায়না সালাহউদ্দিন

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

hasinaআইনি প্রক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদকে তৃতীয় কোনো দেশে নিয়ে চিকিৎসা করাতে চান তার স্ত্রী হাসিনা আহমেদ।

সোমবার হাসিনা আহমেদ শিলংয়ে পৌঁছে তার স্বামীর সাথে দেখা করে সাংবাদিকদের একথা জানান।

স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে এই সাক্ষাতের সময় হাসিনা আহমেদের সাথে বিএনপির কয়েকজন নেতাও ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট কথা বলেছেন হাসিনা আহমেদের সাথে। শিলং পৌঁছানোর পর হাসিনা আহমেদ সেখানকার আইনজীবীদের সাথেও কথা বলেন।

তার স্বামীর দেখাশোনা এবং চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে হাসিনা আহমেদ বলেন, তাকে তৃতীয় কোন দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে চেষ্টাই করা হবে।

শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন বন্দিদের ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সালাহউদ্দিন আহমদ। ডাক্তারী পরীক্ষার পর সালাহউদ্দিন আহমদ শারীরিকভাবে সুস্থ আছেন এমন প্রত্যয়নপত্র পাওয়া গেলেই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G