তৃতীয় স্থানে ক্রোশিয়া আর ৪র্থ মরক্কো

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০২২ সময়ঃ ১১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

শেষ অবদি ২০১৮ সালের ফাইনালে খেলা ক্রোশিয়া তৃতীয় স্থান নিয়ে খুশি থাকল। আজ মরক্কোর বিপক্ষে কোন ক্রমে ২-১ গোলে জয় ‍তুলে কাতার বিশ্বকাপে ‍তৃতী স্থান লাভে করেছে ক্রোশিয়া।

অন্যদিকে একাধিক গোলের সুুযোগ মিস করা মরক্কো ৪র্থ পেল। যা তাদের ফুটবল ইতিহাসে সেরা ঘটনা।

ম্যাচের ৭ মিনিটে মরক্কোর ডিফেন্সের ভূলে ক্রোশিয়ার জোসকো গোল বের করে নিলেন (১-০)। কিন্তু ২ মিনিটের মধ্যেই মরক্কো সমতায় ফেরে।

ক্রোশিয়ার গোল পোষ্টে ক্রস থেকে হেড নিলে বল জালে আশ্রয় নেয় (১-১)। এরপর টানা প্রথমার্ধের প্রায় শেষ দিক পর্যন্ত দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণের দৃশ্যই ছিল।

কিন্তু কোন দলই গোল বের করতে পারেনি। তবে গোলের সুযোগ দুই দলই রেব করেছিল। শেষ অবদি সফলতা পেয়ে গেল ক্রোশিয়া ৪২ মিনিটে।

আবারো মরক্কোর ডিফেন্সের বল ক্লিয়ার করতে না পারার খেসারত দিল দল। বাম প্রান্ত দিয়ে কোণাকুণি শট নিলেন ক্রোশিয়ান ১৮ নম্বর জার্সিধারি মিসলেভ ৪২ মিনিটে, বল বার পোষ্টে লেগে গোল লাইন অতিক্রম করে (২-১)।

দ্বিতীয়ার্ধে ২-১ গোলের লিড ধরে রাখাটা ছিল ক্রোশিয়ানদের জন্য বড় ঘটনা। ফিফার র‌্যাঙ্কিংয়ে ১২তম দল ক্রোশিয়া ২২ তম দল মরক্কোকে আটকে রাখাটা কঠিন কাজ। তবে শেষ অবদি ভাগ্যের জোরে পেরেছে, সেটােই ছিল বড় বিষয়।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G