তেলের দাম কমছে ১০ টাকা

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৬ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০১ অপরাহ্ণ

79916_163এক সপ্তাহের মধ্যে প্রথম ধাপে প্রায় ১০ টাকা কমানো হচ্ছে জ্বালানি তেলের দাম। তবে বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনই কমছে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। আশা করি, তেলের দাম কমলে যানবাহনের ভাড়া কমে আসবে। এতে জনগণ সুফল পাবে’।

প্রতিমন্ত্রী বলেন, ‘কেরোসিন, অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তিন ধাপে মূল্য কমানো হবে। প্রথম ধাপ এক সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর

পরে করা হবে। তবে তিন ধাপে কত টাকা কমবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

প্রতিক্ষণ/ এডি/শাআ

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G