তেহরানে সৌদি দূতাবাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

newsসৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।

শেখ নিমর আল-নিমরকে  সন্ত্রাসবাদের অভিযোগে শনিবার মৃত্যুদণ্ড (শিরশ্ছেদ) দেয়া হয়। তবে নিমর-এর সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। এরই জের ধরে ইরানের শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাসের সামনে বিক্ষোভ করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

এছাড়া ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড এ ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছে।  সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও প্রতিবাদ হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G