তোরণ পোড়ানোয় নিজাম হাজারীর হুঁশিয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (3)উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াইয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ পোড়ানোর ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার বিকেলে বালিগাঁও ইউনিয়নের ১৩ গ্রামের প্রায় এগার’শ পরিবারের মাঝে বিদ্যুত বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

বালিগাঁও হাই স্কুল মাঠের ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা আমার তোরণ পুড়িয়েছে তাদের ছাড় দেয়া হবেনা। আগামী ২/১ দিনের মধ্যে তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ফেনীতে সন্ত্রাসীদের জায়গা হবেনা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের এমপি জাহানারা বেগম সুরমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি আবদুল মোতালেব। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন শুসেন চন্দ্র শীল।

এদিকে হঠাৎ নিজাম উদ্দিন হাজারী বক্তব্য শুরু করলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে যায়। বিদ্যুতায়ন অনুষ্ঠানে এভাবে আকষ্মিকভাবে বিদ্যুত চলে যাওয়ায় দর্শকসারী থেকে ফেনী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী জোরে জোরে বলতে থাকেন ‘রাজাকার, রাজাকার, রাজাকারে বিদ্যুত নিয়ে গেছে।’

এ সময় তার সঙ্গে থাকা অন্যরাও বিদ্যুত কর্তৃপক্ষকে রাজাকার বলে স্লোগান দেন।

এবিষয়ে ফেনী পল্লী বিদ্যুত অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) আবু বকর সিদ্দিক বাংলামেইলকে জানান, একসঙ্গে লাইন চালু করায় বিদ্যুত লাইনে বিভ্রাট হয়েছে। তবে কিছুক্ষণ পর লাইন সচল হয়ে যায়।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G