ত্বকের সুরক্ষায় লাল চা
প্রতিক্ষণ ডেস্ক
চা পান করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। চা হিসেবে আমরা দুধ চা এবং লাল চা বেশি পান করে থাকি। পান তো প্রায় সবাই করি কিন্তু এই চা পানে কতটা ক্ষতি বা লাভ হচ্ছে তা জানেন কি? দুধ চা পানে যেমন ক্ষতি হয়, ঠিক তেমনি লাল চা পানে পাবেন উপকারিতা। লাল চা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের জন্যও বয়ে আনে সুফল। পান করা ছাড়াও এই লাল চা আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। চলুন আজ জেনে নিই ত্বকের যত্নে কীভাবে লাল চা ব্যবহার করবেনঃ
দূর করে বলিরেখা
লাল চা ঠান্ডা করে নিয়মিত মুখে লাগালে ত্বকের কোঁচকানো ভাব দূর হয়, ত্বক হয় বলিরেখামুক্ত। লাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি ত্বককে নরম ও মসৃণ করে। এর ফলে ত্বকের শুষ্কতা অনেকটা দূর হয়, যা বলিরেখার প্রধান কারণ।
দূর করে কালচে দাগ
আপনার ত্বকের কালচে দাগ দূর করবে লাল চা। চিনি ছাড়া লাল চা ঠান্ডা করে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে মুখের কালচে দাগ অনেকটা দূর হবে। এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকের সংক্রমণজাতীয় সমস্যারও সমাধান করে।
চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব কমায়
লাল চায়ের পানি চোখের চারপাশে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব কমে যাবে। আরেকটি উপায় আছে; টি-ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে চোখের নিচে দিয়ে ১৫ মিনিট পর চোখ ধুয়ে ফেলুন। এটিও খুব উপকারী।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি